ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।অদ্য ৬ জানুয়ারি দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রবেশ করে ম্যুরালটি ভেঙে ফেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক মো. রিফাত রেদোয়ানের নেতৃত্বে একটি মিছিল কমপ্লেক্সে উপস্থিত হয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. নাহিদ, সদস্য সচিব মো. ফয়সাল, এবং নাগেশ্বরী উপজেলার ছাত্রনেতা মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল হোসাইন, মো. মেহেদী হাসানসহ আরও কয়েকজন।
এর পর মিছিল টি উপজেলা পরিষদের দিকে গিয়ে সেখানেও শেখ মুজিবের একটি ম্যূরাল ভেঙ্গে গুড়িয়ে দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ কর্মসূচিকে তাদের দেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করেন।