শামীম হোসেন, কুমিল্লা 
জাতীয় সংসদের ২৫৬, সাবেক কুমিল্লা ৯, নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী রোডমার্চ ও পুরাতন বাণিজ্য খেলার মাঠে অবস্থান কর্মসূচি এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকাস্থ্য সদর দক্ষিণ লালমাই উপজেলা বিএনপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মনিরুল হক চৌধুরী। আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম।
আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, জনাব আব্দুস সালাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং মহানগর উত্তর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার। 
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা এবং কুমিল্লার বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম ওয়াজিদ মজুমদার, আহবায়ক ঢাকাস্থ্য সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি।
 
                       এ জাতীয় আরো খবর..