নিজস্ব প্রতিবেদক :
২৫ জানুয়ারি ২৫ জানুয়ারি ২৫ খ্রিষ্টাব্দ  রোজ শনিবার  দিবাগত রাত্রে জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড বাগেরহাটায় শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মোড় সংলগ্ন খান ভ্যারাইটিস স্টোরে চুরির ঘটনা ঘটেছে। 
ভুক্তভোগী মোঃ ইসমাইল হোসেন খানের    ভাস্যমতে  সকাল বেলায় লোক মারফত খবর পেয়ে  দোকান ঘরে এসে দেখতে পায় দোকান ঘরের দুটো শাটারের তালা ভেঙ্গে  নগদ ৫৮ হাজার টাকা, ব্যবসার  বিকাশ মোবাইল, সিম,রিচার্জ  কার্ড,বিকাশ সিমে লোডকৃত ২২ হাজার টাকা, প্রয়োজনীয় কাগজ পত্র জাতীয় পরিচয় পত্র সহ ৫ হাজার টাকার মতো সিগারেট   লাপাত্তা। 
 অজ্ঞাত  নামা চুরগোল যেন ধরাছোঁয়ার বাইরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কমিউনিটি পুলিশ, পেট্রোল ডিউটি রত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৌরসভার মত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত চুরির ঘটনা। কোথাও চুরি হচ্ছে গরু আবার কখনো চুরি হচ্ছে দোকানপাটে। 
 জামালপুর প্রতিনিধি চুরির ঘটনায় পৌরবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে ঠিকমতো ঘুমোতে পারছে না তারা।  কখন জানি কার বাড়িতে আবার  কারো দোকানে চুরি হয়ে যায়।  দোকান  ঘর মালিকরা হতাশায় প্রতিনিয়ত আতঙ্কিত হচ্ছে। 
 এই চোরচক্র কে থামানো অসম্ভব হয়ে পড়েছে, কিছু দিন আগেও ছানোয়ার ভেরাইটিজ স্টোরে ৪ লক্ষাদিক  নগদ টাকা  ও মালামাল নিয়ে যায় এই চোর সিন্ডিকেট। বাগেরহাটায় যেন রমরমা হয়ে উঠেছে চোরচক্রের মেলা, মহল্লা বাসি হয়ে উঠেছে অতিষ্ট।
এই চোর দের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তার সাথে এই  দুষ্কৃতকারীদের  দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান মহল্লা বাসি।
 
                       এ জাতীয় আরো খবর..