সাংবাদিক:শ্যামল কুমার মন্ডল
 সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ১৬ই জানুয়ারি ২০২৫ তারিখে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের তরুণ ও মেধাবী শিক্ষক শেখ আরিফুজ্জামান (৩২) সন্ত্রাসী হামলার শিকার হয়ে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
 কালীগঞ্জ উপজেলার,কুশুলিয়া ইউনিয়নের,  মহৎপুর গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে শেখ আরিফুজ্জামান মোটরসাইকেল যোগে  বাড়ি ফেরার সময় খান ইসহাক আলি ও তার পরিবারের সদস্যরা মিলে রাত ৮ টার দিকে চালায় আরিফুজ্জামান এর উপর । সন্ত্রাসী বাহিনী আরিফুজ্জামানকে মোটরসাইকেলের উপর থেকে নামিয়ে হাতুড়ি, ছুরি  ও লোহার রড দিয়ে  সর্বাঙ্গে আঘাত করে। পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে বাম  কানের পাশে ছুরি দিয়ে আঘাত করে। পরে সন্ত্রাসী বাহিনীর অন্যান্য সদস্যরা লাথি, চড়, কিল মারতে থাকে।
 অলৌকিকভাবে ঠিক তখনই আরিফুজ্জামানের ফুফাতো ভাই ও বোন, তাদের বাড়িতে বেড়াতে আসার সময় পথিমধ্যে আরিফুজ্জামানের মোটরবাইকটি পড়ে থাকতে দেখতে পায়। সামনে তাকিয়ে দেখে কয়েকজন লোক আরিফুজ্জামান এর উপর নির্যাতন চালাচ্ছে।
 পরে তাদেরকে দেখতে পেয়ে দুর্বৃত্তরাপালিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আরিফুজ্জামানকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শেখ আব্দুর রহমানের আছে ঘটনার কারণ শুনতে চাইলে তিনি বলেন পূর্ব শত্রুতার কারণেই এ ঘটনা ঘটেছে। তবে এলাকার লোকজন আরিফুজ্জামানকে সৎ,ভদ্র ও মেধাবী বলে জানেন।
 এলাকাবাসী এই ঘটনার রহস্য তদন্তপূর্বক দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছে। তারালী স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক সমাজ ঘটনাটি নিন্দা জ্ঞাপন করেছে। আরিফুজ্জামানের পিতা বাদী হয়ে কালিগঞ্জ থানাতে লিখিত অভিযোগও দিয়েছে বলে জানা গেছে। 
 
                       এ জাতীয় আরো খবর..