×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ৭৩ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি :
জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। গতকাল শনিবার ( ৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
পতাকা উত্তোলনের পর, জেলা ছাত্রদল বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব মাঠে ফিরে আসে। এতে অংশগ্রহণ করেন জেলা ও শহরের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থকরা।
দলীয় কর্মী সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের মহাসচিবের, বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেনি। তবে দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মির্জা ফয়সল আমিন প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা।
শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রেজাওয়ানুল হক (রেজু)।

বক্তব্য প্রদান করেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা ছাত্রদলের সংগ্রামী ইতিহাস, জাতীয় রাজনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রসমাজকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।
পুরো আয়োজন জুড়ে ঠাকুরগাঁওয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্রদল নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপন করেন।
বক্তারা জানিয়েছেন, জাতীয়তাবাদী ছাত্রদল তার সংগ্রামী ঐতিহ্য বজায় রেখে দেশের শিক্ষা, ছাত্র অধিকার, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সক্রিয় থাকবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat