×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৮১ বার পঠিত
মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
আজ সোমবার ৩০ শে ডিসেম্বর ২০২৪ ইং বগুড়ার আদমদীঘি উপজেলার, সান্তাহার পৌর এলাকার কলসা রথবাড়ীতে “শ্রীশ্রী বেনীমাধব আশ্রমে” ২০৩ তম তিরোধাম উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন শুরু হবে। 


আজ সন্ধ্যায় শ্রীমদ ভগবদগীতা পাঠ, গঙ্গা আহবান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস হবে। পরদিন ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ও ১ লা জানুয়ারী ২০২৫, বুধবার ১৬ প্রহর (২দিন) ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন এবং ২রা জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ অন্তে মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরতী, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। 


হরিনাম যজ্ঞঅনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন, মাধবচার্য্য সম্প্রদায় গাইবান্ধার শ্রী মনোরঞ্জন গোসাম্বী, নব-নিত্যানন্দ সম্প্রদায়ের সাতক্ষীরা'র কুমারী আশালতা মন্ডল, রাধাগোবিন্দ সম্প্রদায় লালমনিরহাট এর শ্রীমতি রত্না রানী রায়, শ্রীশী দ্বীপান্বিতা সম্প্রদায় লালমনিরহাট এর শ্রী অরবিন্দ চন্দ্র বর্মন । 


আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা বলেন, ১৬ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সকল ভক্তবৃন্দদের অধমদের এ দিন আয়োজনে চরনধূলী দানে উৎসব অঙ্গন সার্থক ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল হোক এই আহবান করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat