মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধঃ
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নে আওয়ামিলীগ নেতা একমাত্র ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে এমন সংবাদ শুনে পুত্রশোকে মারা গেছে ষাটোর্ধ বৃদ্ধ বাবা। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘন্টা পর তার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ কোন ধরনের মামলা মকদ্দমা নেই শুধুমাত্র আওয়ামিলীগের রাজনীতি করার কারণে তাকে বাড়ির পাশে ব্যাবসায়িক দোকান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শ্রীপুর থানা পুলিশ জানান একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত বৃদ্ধ আব্দুল জব্বার (৬৭) উপজেলার ধনুয়া গ্রামের মৃত শাহজাহান মুন্সীর ছেলে। গ্রেপ্তারকৃত আওয়ামিলীগ নেতা কবির হোসেন (৩৫) মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক। 
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, গতকাল বুধবার দুপুর ২ টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিলো। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদী কদরজান দাদাকে এসে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞাত হয়ে পড়ে। এরপর আর কোন কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যায়। 
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমারা পাঁচ বোনের পর একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র পুত্রকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যায়। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি কিন্তু বাবা কোন কথা বলেনি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলো। আমরা যতদূর জানি ভাইয়ের নামে কোন মামলামোকদ্দমা নেই। শুধুমাত্র আওয়ামিলীগের রাজনীতি করতো। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। 
নিহতের স্ত্রী কদরজান কেঁদে কেঁদে বলেন, তোমরা আমার বাবাকে এসে দাও, স্বামীকে হারালাম আমি কি নিয়ে থাকবো। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শুনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেলো। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই গনঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
 
                       এ জাতীয় আরো খবর..