আবুল হোসেন, নিজস্ব প্রতিনিধি
 মানিকগঞ্জ সরকারি উচ্চ  বিদ্যালয় মাঠে  (বিজয় মেলা মাঠ) প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্গন ও খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্গন ও খেলাধুল  প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার। 
চিত্রাঙ্গন ও খেলাধুলায় মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 
বাকপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী। 
পরে প্রতিবন্ধী শিশুদের মধ্যে  পুরস্কার বিতরণ করেন  বিভাগীয় কমিশনার এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মেজবাহ- উল সাবেরিন,  সমাজসেবা কর্মকর্তা বৃন্দ,প্রশাসনের কর্মকর্তা বৃন্দ,বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধারা,    সুশীল সমাজের  কর্মকর্তা বৃন্দ সহ প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। 
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা  রুশিয়া জামান রত্না।
 
                       এ জাতীয় আরো খবর..