×
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ৯৩ বার পঠিত
এএসএম হারুন, ফেনী:
ভারতের আগরতলা হাই কমিশনে হামলার ও ভারতের সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য প্রতিবাদে, বিলোনিয়া স্থলবন্দরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, ছাত্রদের বিক্ষোভ  প্রতিবাদে ভারত থেকে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র,০৪ ডিসেম্বর সকাল ১০ টায় ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, 

এর আগে রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগান দিয়েছেন ভারতীয়রা। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা।

রোববার সন্ধ্যায় বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতের নোম্যান্সল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় ৩০ মিনিট উগ্র বক্তব্য ও নানা স্লোগান দেন তারা।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকেও (বিএসএফ) সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। পরে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল।

এদিকে সীমান্তে ভারতীয়দের এমন উগ্র বক্তব্যে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, বিগত কোনো সময়ে এমন কিছু দেখা যায়নি। এনিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat