×
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৮২ বার পঠিত
মোঃ রাফসান জানি, স্টাফ রিপোর্টার (ভোলা) 
ভোলা সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ ভবন নিয়েই উপজেলা সমাজসেবা, উপজেলা সমবায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সহ পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় সেবা দিয়ে যাচ্ছে।
 
তোয়াদকালীন উপজেলার চেয়ারম্যান মাকসুদুর রহমান এ ভবনটি ভিত্তি  প্রস্থর স্থাপন করেন। এবং উদ্বোধন করেন তখনকার আমলের স্থানীয়  সরকার পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাজিউর রহমান মিয়া ১৯৮৭ সালের ১৯ শে নভেম্বর। মাত্র ৩৭ বছরেই সম্প্রসারণ ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। বর্ষাকাল হলেই ছাদ চুয়ে পানি পরছে, দেয়ালে ফাটল ধরেছে  প্লাস্টার  আসতোরা ধসে পড়ছে।

রবিবার রাতে ছাদের আছতোরা ধসে পড়ে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার কক্ষে।
সকালে এসে দেখেন  সমাজ সেবা কর্মকর্তা মিরাজ আহামেদ  ছাদের আসতোরা ধসে পরে আছে,  এতে কম্পিউটার, ডেক্সটপ, মনিটর,প্রিন্টার সহ বিভিন্ন অবকাঠামো ভেঙে যায়।
তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কে জানানো হয়েছে। 

সমাজসেবার এই কর্মকর্তা জানান জরুরী মুহূর্তে আমাদের নতুন ভবন দরকার,এই ঝুঁকিপূর্ণ ভবনে আর সেবা প্রদান করা সম্ভব নয় যেকোনো সময় ভেঙে পড়তে পারে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরেই আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা একাধিকবার বলেছি। আজকে  পাশের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার রুমে ছাদের আসতোরা ধসে পড়েছে।যদি এটা অফিস চলাকালীন সময় হতো তাহলে মানুষ আহত হতো, রাতের বেলায় পড়াতে অফিসের সরঞ্জাম ভেঙে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করেছেন তিনি খুব শীঘ্রই আমাদের সংস্কার বা নতুন ভবনের  ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সজল চন্দ্র শীল বলেন, আমি  সরজমিনে পরিদর্শন করেছি এবং তাদেরকে অন্য স্থানে স্থানান্তর করেছি,উপজেলা প্রকৌশলী টেকনিক্যালি সমস্যাগুলো দেখে প্রতিবেদন জমা দিলে সংস্কার বা নতুন ভবন করে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat