লাল মনিরহাটে দুই ভাই গ্রেফতারমানিকগঞ্জ সদরে আশরাফুল ইসলাম পলাশ হত্যা
মামলায় দুই আসামিকে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ২৫ নভেম্বর হত্যা মামলার আসামি মো. সোয়েব ও মো. ছাকিন খানকে লালমনিরহাট সদরের তিস্তা সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে। জানা গেছে, আশরাফুল ইসলাম পলাশ সাভার নবিনগরে কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন এবং মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া শ্বশুর খবির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। আসামি সোয়েব ও ছাকিন খানের সঙ্গে দীর্ঘদিন বিরোধের জেরে ২০ সেপ্টেম্বর রাতে পলাশকে বেউথা ব্রিজের পাশে একটি মুরগির ফার্মে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এ জাতীয় আরো খবর..