×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ১০৩ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : 
ঠাকুরগাঁওয়ে মোবাইল ব্যাংকিং এর টাকা আত্মসাৎ কারী প্রতারক  চক্রের ৩ সদস্য কে  গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় । এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে  অভিনব কায়দায় প্রতিবন্ধী ভাতা ভোগীদের  অর্থ আত্মসাৎ  করে আসছিল। 

বৃহস্পতিবার দুপুরে (১৩ জুন) ঠাকুরগাঁও জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা পুলিশ উত্তম প্রসাদ পাঠক বিষয়টি জানান। 

তিনি জানান এক চক্রটি ভাতা ভোগীদের তালিকা সংগ্রহ করে তাদের ফোন দিয়ে ওটিপি সংগ্রহ করত পরে ওই ভাতা ভোগীর মোবাইলে থাকা সকল টাকা হাতিয়ে নিতো। আমরা  অভিযোগের ভিত্তিতে তদন্তে নামি।  

 গত ১১ জুন ঠাকুরগাঁও পুলিশের  একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারক চক্রের ৩ সদস্য কে আটক করা হয়। তারা হলেন, মোন্নাপাড়া গ্রামের মিহির উদ্দিনের ছেলে  মোঃ আজল হক (৫৭),চণ্ডিপুর গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে  কামরুল ইসলাম  হিরু (২৫), বিশ্বনাথপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে  মোঃ শাকিল (২৩)।আটকৃতরা গাইবান্ধা জেলার, গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা।এ সময় ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ উদ্ভার করা হয় । গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লিজা  বেগম,অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম. ফিরোজ ওয়াহিদ , ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat