×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০১
  • ৯২ বার পঠিত
ইব্রাহিম মুকুট ময়মনসিংহ:
আজ সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ৬৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫টি স্থায়ী ও ৩০১টি অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৯,৫২১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ১২-৫৯ মাস বয়সী ৫৮,৫৪৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, "শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর।"এছাড়াও, তিনি উল্লেখ করেন, "ভিটামিন-এ সমৃদ্ধ খাবার শিশুর খাদ্যতালিকায় রাখা প্রয়োজন। আমাদের দৈনন্দিন খাবারে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার রাখতে হবে এবং এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।"উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat