নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের খাকডহর এলাকায় বাড়ির ছাদে ছবি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে  পঙ্গুত্ব বরণ করেছেন আনন্দমহোন কলেজের এইচ এসসি পরীক্ষার্থী  দেবরাজ কর বৃত্ত সহ পুরো পরিবার । রহস্যজনকভাবে বিদ্যুায়িত হওয়ায় মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্টদের বিচার দাবী করেছে বৃত্তের বড় ভাই দেবদূত কর তীর্থ ।
সংবাদ সম্মেলনে দেবদূত কর তীর্থ বলেন গত ১১ এপ্রিল দুপুরে স্বপরিবারে খাকডহর সাকিনে শাহী মসজিদ সংলগ্ন বড় বোন সহপাঠী মারিয়া হক স্বর্ণার বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া শেষে স্বর্ণা তার সহপাঠী প্রাপ্তি ও প্রাপ্তির ভাই বৃত্ত কে নিয়ে ছবি তুলতে তাদের তিন তলায় ছাদে যাওয়ার প্রাক্কালে পিডিবির হাই ভোল্টেজ বৈদ্যুাতিক তারে আঘাত প্রাপ্ত হয়ে বৃত্ত মাটিতে লুটিয়ে পড়ে বমি করছে এ অবস্থা দেখে বড় বোন প্রাপ্তির আর্ত চিৎকারে তীর্থ ও তার  মা রুপালী কর দৌড়ে ছাদে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন । নিজেকে একটু সামনে নিয়ে তীর্থ ট্রিপল নাইন ও নিজ আত্বীয় স্বজনকে ফোন করলে তাদের কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রুপলী কর ও বৃত্ত কে  পরবর্তিতে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করে । গত ১৫ এপ্রিল বৃত্তের ডান হাতের অবস্থা মারাত্বক ক্ষতি গ্রস্থ হয়ে ডান হাতের কনুই এর নিচের অংশ বিচ্ছিন্ন করে । গত ২৪ এপ্রিল রুপালী করের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন করা হয় । বৃত্ত দাবী করে অপরিকল্পিত ভাবে বাড়ি নির্মান অথবা সেই বাড়ির ছাদ ঘেষে ১১ হাজার ভোল্টের তার যাওয়ায় আজ তার ছোট ভাই এবং মা'র পঙ্গেুত্বের কারন । তাই এর সুষ্টু দাবি এবং অপরাধীদের  বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান ।এ বিষয়ে ময়মনসিং কোতায়ালী থানায় গত ২৬ এপ্রিল  মামলা দাযের করেন যার মামলা নং ২৪/৪২৭/৩৩৭/৩৩৭/৩৪ ।
 
                       এ জাতীয় আরো খবর..