নিজস্ব প্রতিবেদক: ১৩ মে ২০২৪ ইং সোমবার, বিকাল ৫.৩০টায় নান্দাইল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ১০ নং শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজার সংলগ্ন তালতলা মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যুব সমাজকল্যা পরিষদ ব্লাড ফাউন্ডেশন সদস্য সচিব জুনাঈদ হাসান নিরব এর পরিচালনায় বক্তব্য রাখেন তালতলা মাদ্রাসার শিক্ষা সচিব  মাওলানা অলিউল্লাহ সাহেব। পরে ফিলিস্তিনের মুসলমান নারী পুরুষ সহ সকল মুসলমানের জন্য এক বিশেষ দোয়া করা হয়।পাশাপাশি বাংলাদেশ সরকারের ফিলিস্তিনির পক্ষের যে সমর্থন তা অব্যাহত রাখার জন্য সরকার প্রধানের প্রতি অনুরোধ জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান শুভ্র ও সাধারণ সম্পাদক সানোয়ার মাহমুদ শুভ। স্থানীয় আমজনতা মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রগন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
 
                       এ জাতীয় আরো খবর..