গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার  ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ বাজারের আগামী এক বছরের জন্য বাজারের  ইজারাদার হয়েছেন মোঃ তাহের আলম।
গত ২৭ মার্চ বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার সিডিউলের মাধ্যমে  ৯১লক্ষ ৫৫ হাজার টাকায়, ২০ শতাংশ  ভ্যাট সহ ১ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকায় সর্বোচ্চ দরদাতা ইজারাদার হিসাবে নির্বাচিত হন মোঃ তাহের। গৌরীপুর উপজেলার ১ নং মইলকান্দা ইউনিয়নের সাতপাই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ তাহের আলম বলেন, উপজেলার ঐতিহ্যবাহী ঘনবসতি বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে  শ্যামগঞ্জ  বাজার। কোটি টাকার উপরে নিলাম হাওয়া এই বাজারটিতে ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোন সুযোগ সুবিধা। নেই কোন পাবলিক টয়লেট, পানি নিষ্কাশনের জন্য নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা,যার ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। 
বাজারে নেই কোনরকম সড়কবাতি , নেই পর্যাপ্ত পরিমাণ কমিউনিটি পুলিশের পাহারাদার, এই বিষয়গুলো   উপজেলা নির্বাহী অফিসার কে ইতিমধ্যে অবগত করা হয়েছে এবং সেগুলো নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাব।
শ্যামগঞ্জ বাজার কাঁচামালের আড়ত ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর এই বাজার থেকে কোটি টাকার উপরে রাজস্ব পায় সরকার, কিন্তু বাজারের উন্নয়নে সরকারের নেই তেমন কোন উদ্যোগ , অল্প বৃষ্টিতেই বাজারে কাদামাটির জন্য চলাচল করা অসম্ভব হয়ে পরে, নেই পানি নিষ্কাশনের সঠিক ব্যাবস্থা, যার ফলে  ব্যাবসায়ী ও বাজারে আসা মানুষের চলাচলে নানান ব্যাঘাত ঘটে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, মৌখিকভাবে শ্যামগঞ্জ বাজারের সমস্যাগুলোর বিষয়ে আমি অবগত আছি, খুব শীগ্রই  বাজার উন্নয়নে এই সমস্যা গুলো নিয়ে কাজ করা হবে।
 
                       এ জাতীয় আরো খবর..