মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছি উপজেলার বেগুন জোয়ার হাই স্কুলে প্রধান শিক্ষকের পুনরায় যোগদানকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) দুপুরে এলাকায় তীব্র উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু হোসেন ২০২৩ সালে একই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষিকা পাপিয়ার সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল্পনা ইয়াসমিন ও নওগাঁর এডিসি (শিক্ষা) জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে বৈঠক করেন। অভিভাবক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরবর্তীতে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে বহিষ্কার করে।
পরে প্রধান শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করে পুনর্বহালের আদেশ পান। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার সকালে তিনি বিদ্যালয়ে যোগদান করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। একপর্যায়ে স্থানীয়রা প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারধর করে আহত করে।
আহত প্রধান শিক্ষক বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত আরও ৩–৪ জন শিক্ষার্থী বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
তার পক্ষে উপস্থিত কিছু শিক্ষক ও শিক্ষার্থীর একাংশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের নারী কেলেঙ্কারি ঘটনার পর থেকে বেগুন জোয়ার হাই স্কুলে শিক্ষক-অভিভাবক দ্বন্দ্ব ও প্রশাসনিক হস্তক্ষেপের ইতিহাস রয়েছে। দীর্ঘ দুই বছর পর পুনরায় ওই শিক্ষক যোগদান করতে গেলে আবারও পুরনো ক্ষোভ ও উত্তেজনা প্রকাশ পায়।