মো: রিয়াজ, জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর সদরে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গরিবের জন্য বরাদ্দ ৩ হাজার ৮৪০ কেজি সরকারি চাল একটি ব্যক্তিমালিকানাধীন রাইস মিলের গুদাম থেকে জব্দ করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিল-এ এ অভিযান পরিচালিত হয়। এ সময় মিলের পরিচালক এনামুল হককে আটক করা হয়।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা চাল সরকারি গুদামে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইজিবাইকে থাকা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের ১২ বস্তা ও প্লাস্টিকের ৮ বস্তাভর্তি চাল জব্দ করে। এছাড়া গুদামের ভেতরে থাকা খোলা চাল নতুন মোড়কে ভরা হচ্ছিল বলে জানা যায়। সব মিলিয়ে মোট ৩,৮৪০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযানের আগেই ইজিবাইকের চালকরা পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে, শেরপুরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। তবে অভিযুক্ত ব্যক্তি এসব চাল গোপনে মজুত করে বিক্রির চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, “সরকারি বরাদ্দের এসব চাল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, “জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে। কারা ও কীভাবে সরকারি চাল এখানে এনেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
চাল জব্দের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশংসা ও ক্ষোভ—দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বচ্ছতা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন।
এ জাতীয় আরো খবর..