জিয়াউল হক বাপ্পি ,ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ৫ নভেম্বর ২৫ ইং
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা জরিফ আলী হাজী বাড়ি এলাকায় গতকাল (মঙ্গলবার) গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. আলী আশরাফ (৪৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলী আশরাফ মৃত আবদুল জব্বারের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলী আশরাফকে অস্ত্রসহ আটক করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ জাতীয় আরো খবর..