×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ২৬ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৩২ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের রড চুরির ঘটনা ঘটেছে। পরে বিদ্যালয়ের পাশের বালুর মাঠ থেকে চুরি যাওয়া রডগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালে দেওয়া লোহার রড চুরি করে নিয়ে যায়। শুক্রবারে বিকেল ২.৪৫ মিনিট ছোট ছোট বাচ্চা পাশে থাকা বালুর মাঠে খেলতে গেলে হঠাৎ চোখে পড়ে এই রড,জড়ো হতে থাকে স্হানীয় লোকজন,পরে সনাক্ত করা হয় এগুলো বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের রড।সংবাদ দেওয়া হব বিদ্যালয়ের নৈশপ্রহরীকে।তিনি এসে এলাকার লোকজনের সহযোগিতায় রডগুলো উদ্ধার করে,পরে বিদ্যালয়ে রাখা হয়।

উদ্ধারকারী ছরোয়ার হোসেন বলেন," বালুর মাঠে খেলতে আসা ছোট ছোট বাচ্চাদের চোখে পড়ে,ওদের চিৎকার শুনে আমি এগিয়ে যাই,দেখি বালুর মাঠে স্তুপে রাখা বালুর নিচে সামান্য দেখা যায়, আমাদের এলাকার লোকজন আসে,পরে আমি নৈশপ্রহরী অর্থাৎ দপ্তরীকে খবর দেই,দপ্তরী জিয়াউর রহমান রড়গুলো উদ্ধার করে"। 

স্থানীয় কয়েকজন বলেন,হয়তো নেশাখোর লোকজনই এসব করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল সাহা বলেন, “রডগুলো মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছি। বিষয়টি আজ লিখিত ভাবে থানায় জানানো হবে ।”

স্থানীয়দের দাবি, স্কুলের নির্মাণসামগ্রী রাতের বেলায় হয়তো পাহারাদার ছিল না,তাই  এ ধরনের চুরির  ঘটছে। তারা দ্রুত চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat