×
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১০ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি: 
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, শিশু কিশোর অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। "পৃথিবীকে গড়তে হলে সবার আগে গড়ো" শ্লোগানের মধ্য দিয়ে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার উপদেষ্টা সভাপতি অধ্যক্ষ ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত খান। এ সময় প্রধান অতিথি বলেন, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর একটি মহৎ উদ্দেশ্য কাজ করে যাচ্ছে। শিশু কিশোরদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চরিত্র উন্নয়নের জন্য ফুলকুঁড়ি আসর এর ভূমিকা প্রশংসনীয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সন্তানদের সব সময় ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। তাদের ফুলকুঁড়ি আসর এর মত যারা কাজ করেন তাদের সাথে যুক্ত রাখতে আহ্বান জানান। 
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ সেবা ও সার্কুলেশনের সম্পাদক মাহাবুব সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শাখার ধীমান অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতক্ষীরা শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat