×
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ২০ বার পঠিত

এক রহস্যময় মৃত্যু। ভিকটিম হানিফ মিয়া বয়স (৩৫) । পিতা মনতাজ আলী ,গ্রাম চাঁনপুর খেয়াঘাট,২ নম্বর পূর্ব  ইসলামপুর ৮ নং ওয়ার্ড ,থানা কোম্পানিগন্জ জেলা সিলেট। এলাকাবাসী ও ভিকটিমের আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসা বাদে জানা যায়। যে গতকাল সকাল ৭ ঘটিকার সময় ২,নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিলের কাড়ার পাড়ে। বিলে গরু ঘাস খাওয়াইতে বাড়ি হইতে বাহির হয়। সন্ধ্যা হলেও বাড়িতে না আসায় ভিকটিমের স্ত্রী বিলের কাড়ার পার থেকে গরু নিয়ে আসে কিন্তু স্বামীকে দেখতে পাইনি। বিষয়টি গ্রামের সকলকে জানান মসজিদে মাইকেও প্রচার করা হয়।বিলে সারারাত খোঁজা খুঁজির পর আজ সকাল ৮ :৩০ মি সময় বিলের কাড়ার পানির নিচ থেকে জাল ফেলে  মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হইতছে, পরবর্তীতে জানা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat