×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৫ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ রানা, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, পুলিশ পরিদর্শক মনির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, সোনালী ব্যাংক (পিএলসি)-এর প্রিন্সিপাল অফিসার মো. নাহিদ বারী, রূপালী ব্যাংক (পিএলসি)-এর প্রিন্সিপাল অফিসার দিলিপ কুমার বর্মন, জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচালক মো. আলী কায়সার বাবুলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জেলার সম্ভাবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরির উদ্যোগ, এবং বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও তার উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “গাইবান্ধায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রশাসন সবসময় সহযোগিতা করবে।”

সভা শেষে উপস্থিত সদস্যরা জেলার অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat