×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ২৯ বার পঠিত
  • যশোরের বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক:

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এমন উদ্বেগের জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।

ব্যবসায়ী সংগঠনটি মনে করছে, পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই নেওয়া এ সিদ্ধান্ত দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে প্রতিবেশী ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।  
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ২০ লাখ ১১ হাজার ২৬৮ মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিক টন পণ্য।
ঢাকা চেম্বার বলেছে, এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থলবন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব ফেলবে। আমদানি-রপ্তানির সময়সীমা সংক্ষিপ্ত হওয়ায় বন্দরের দুই পাশে অপেক্ষমাণ অসংখ্য পণ্যবাহী ট্রাক আটকে পড়বে, বিশেষত পচনশীল পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক ব্যবসায় লিড টাইমও বেড়ে যাবে।

ডিসিসিআই জানায়, চোরাচালান ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধ অবশ্যই প্রয়োজনীয়, তবে এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা যেতে পারে। কিন্তু এর অজুহাতে সন্ধ্যা ছয়টার পর আমদানি-রপ্তানি বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয়।

সংগঠনটি মনে করে, স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকলে চোরাচালান কার্যক্রম আরও কমে আসবে। ব্যবসায়িক স্থবিরতা দূর করতে এবং ক্ষতি এড়াতে ঢাকা চেম্বার বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বন্দর কর্তৃপক্ষকে অনতিবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat