×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ৪৩ বার পঠিত
মোঃ সুমন মিয়া: স্টাফ রিপোর্টার:


তুমি ভুয়া আমি ভুয়া কে ঠেকাবে এই অনলাইন জুয়া, একটা মধ্যবিত্ত অথবা গরিব পরিবারের একমাত্র উপার্জনের টাকা আবার সেই টাকাই একটা পরিবারের মধ্যে  দেয়াল হয়ে দাঁড়িয়েছে এই অনলাইন জুয়া। সারাদিন আয় করে যা হয় সন্ধ্যার পরে এই অনলাইন জুয়ার পেছনে নষ্ট হয় তা, নিজের স্মার্ট ফোন না থাকলেও ভাড়া করে মোবাইলে অনলাইন জুয়া খেলা হয়। সারাদিনের উপার্জনের টাকা অথবা তার পরিবারের আহারের একমাত্র টাকাও এই অনলাইন জুয়ার মাধ্যমে হেরে খালি হাতে ফিরতে হয় বাড়ি, এক কথায় তার চাল কিনার টাকা দিয়ে খেলতে হয় এই অনলাইন জুয়া, বলছি টাঙ্গাইল জেলার কথা শুধু টাঙ্গাইল জেলাই নয় সমগ্র বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই অনলাইন জুয়া, প্রথমবার প্রায় ৫ হাজার টাকা দ্বিতীয়বার প্রায় ১০ হাজার টাকা জিতিয়ে দিয়ে আসক্ত করে তাদের প্রতি, এবং সেই লোভে পড়ে খেলতে থাকে সাধারণ মানুষ, কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু আর এই লোভী ধ্বংস করে দেয় তাদের। হারতে হারতে একসময় নিঃস্ব হয়ে যায় এই সাধারণ মানুষগুলা, এমনকি নারীরাও খেলছে এই অনলাইন জুয়া এদের মধ্যে কেউ কেউ দিনমজুর,কেউ ছোটখাটো ব্যবসায়ী,আবার কেউ তো ধার দেনার উপর নির্ভরশীল,  বিভিন্ন সেক্টরে চাকরিজীবীরাও বাদ পড়েনি এই অনলাইন জুয়ার থাবা থেকে, শিক্ষিত,অল্প শিক্ষিত মানুষও পিছিয়ে নেই এই অনলাইন জুয়ার আসক্ত থেকে, সারাদিন রোদ বৃষ্টিকে উপেক্ষা করে উপার্জন করে তারা, এদিকে আবার তাদের ছোট ছোট বাচ্চাকে নিয়ে অপেক্ষা করে তাদের স্ত্রী কখন স্বামী  ফিরবে বাড়ি, চাল নিয়ে আসলে রান্না করে দুমুঠো আহার তুলে দিবেন তাদের ছোট ছোট বাচ্চাদের মুখে, কিন্তু তারপথ চেয়ে বসে থাকা বৃথা হয় তখনই যখন খালি হাতে ফিরে বাড়ি, এভাবে এক দিন দুই দিন তিন দিন পরবর্তীতে সৃষ্টি হয় সাংসারিক ঝগড়া, কোন কোন স্বামী স্ত্রী আবার মারামারিতেও লিপ্ত হয়ে পড়ে, এতে বউ চলে যায় বাবার বাড়ি আর সন্তানরা  হয়ে পড়ে অসহায়,পরিশেষে সুখের একটা সংসার হয়ে যায় শেষ,আর এই ঘটনা শুধু টাঙ্গাইল নয়, বেড়েই চলেছে পুরো বাংলাদেশ জুড়ে, আর এর সমস্ত কিছুর কারণ একটাই সেটা হলো এই অনলাইন জুয়া, এবার কারো কারো প্রশ্ন থাকতে পারে তারা তো সরকারকে ট্যাক্স দিয়েই চালাচ্ছে এই অনলাইন জুয়া,কিন্তু আমরা এটা কখনোই ভাবছি না তারা সামান্য কিছু টাকা সরকারকে ট্যাক্স দিয়ে কামিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা, এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব হয়ে পরা একজন ভুক্তভোগীর কাছ থেকে আমরা জানতে পেরেছি তার জীবনের ইনকামের বেশিরভাগ অংশই হেরেছে এই অনলাইন জুয়ার  মাধ্যমে,এই সমাজের সচেতন মহলের একটাই দাবি প্রশাসন যাতে খুব দ্রুত এর বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করে, আর যাতে কারো সংসার এভাবে ধ্বংসের দিকে না যায় এই অনলাইন জুয়ার মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat