×
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৩৪ বার পঠিত
মতিউর রহমান 
(ভৈরব উপজেলা প্রতিনিধি)
আজ বুধবার ভৈরবে আগরতলা অভিমুখে লংমার্চের পথসভায় যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পথ সভা। 

ভারতকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের আগ্রাসী চোখ রাঙ্গালোকে ভয় করেনা। 

তিনি বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লংমার্চ করছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে কিন্তু বাংলাদেশের মানুষের গণ-আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই-এই বাংলাদেশ এখন শেখ হাসিনার বাংলাদেশ না। এই বাংলাদেশ শহীদ জিয়ার, খালেদার জিয়ার, তারেক রহমানের বাংলাদেশের। এদেশের আক্রমণ করার সাহস  দেখালে এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। 


বুধবার ভৈরব মোড়ে লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ লংমার্চ করছে।

ভারতের বিভিন্ন কর্মকন্ডের সমালোচনা করে সেচ্ছাসেবক দলের এক নেতা বলেন , ভারত বাংলাদেশের কখনও বন্ধু ছিল না। তারা সব সময় এই দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অবৈধ সুবিধা ভোগ করে। গন হত্যাকারী ফ্যাসীবাদী  শেখ হাসিনা ভারত বসে দেশের শান্তি বিনষ্ট করার জন্য ভারত সরকারের মদদে  বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।  সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম  বলেন, ভারত-বাংলাদেশ সিমান্তর রাষ্ট্র। তারা বলে বাংলাদেশ ভারত সবসময় বন্ধুত্বপূর্ন সম্পর্ক। কিন্তু  সেখানে তারা বাংলাদেশের  হাইকমিশনার হামলা করেছে , পতাকা পুড়িয়েছে,পতাকা অবমাননা করেছে। সীমন্তে এদেশে মানুষকে গুলি করে মারছে ,  কিভাবে ফেলানিকে হত্যা করে কাঁটাতারের ঝুঁলিয়ে রেখেছিল। যাহা সারা বিশ্বের মানুষ নিন্দা জানিয়েছে। তার পর ও তাদের সিমান্ত হত্যা বন্ধ করিনি।প্রতিদিন তারা বাঙ্গালী মানুষকে মারছে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের পরিচয় বহন করতে পারে না।


তিনি বলেন, ভারত একটি আধিপত্যবাদী রাষ্ট্র। ভারতের আর্শিবাদে এদেশে স্বৈরাচার প্রতিষ্ঠিতি হয়েছিলো। এখন হাসিনাকে আশ্রয় দিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিন সকাল ৯ টায় রাজধানীর নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি'র সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির।


গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালায়।


 হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেয় ও ভাংচুর চালায়। 


এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে হামলা হয়েছে, তা পূর্বপরিকল্পিত বলে আমাদের ধারণা। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পি  সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি ও গণমানুষের নেতা  জনাব জনাব শরিফুল আলম , ভৈরব উপজেলা বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম সহ কিশোরগঞ্জ জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ  বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । 

ভৈরব দুর্জয় মোড় ও ওয়ালটন মোড় হাজার হাজার নেতা কর্মীরা ঢাকা থেকে আগত বিভিন্ন নেতাকর্মীদেরকে স্বাগত জানাই। এবং স্হানীয় নেতা কর্মীরা  বক্তিতা রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat