×
  • প্রকাশিত : ২০২৪-০২-২৬
  • ৩৯৫ বার পঠিত
কুষ্টিয়া জেলা প্রতিনিধি: অবিশ্বাস্য ও ভয়ংকর ঘটনা ঘটায় এলাকায় চলছে নানান গুঞ্জন। বাজার থেকে মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারীতে মিললো পুরুষাঙ্গ,এমনটাই মনে করছেন মাংস ক্রেতা সোহান। কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়নের বটতৈল দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের সামনে মোঃ সোহান এর বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। 

জানাযায়, কুষ্টিয়া শহরের চোঁরহাস ফুলতলা বাজারের একজন কসাইয়ের দোকান থেকে মাংস কিনে নিয়ে আসার পর,সে মাংস রান্না করা হয়।রান্নার পর যখন খাবার সরবরাহের জন্য মাংসের টুকরা বাটিতে তোলা হয়,এরপরেই বাড়ির গৃহিণী মানুষের পুরুষাঙ্গর মাথার মতো আকৃতি  দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান। এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় প্রচার হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে, রান্না করা পুরুষাঙ্গের মতো মাংসের অংশটি দেখতে কৌতুহলী নারী-পুরুষেরা সকাল থেকেই ভীড় জমিয়েছে সোহানের বাড়িতে। 

এ বিষয়ে কুষ্টিয়ার ডিবির ওসি মাহফুজুল হক চৌধুরী জানান,আমরা বিষয়টি জেনে সরজমিনে গিয়ে মাংসের এই অঙ্গটি উদ্ধার করে হেফাজতে নিয়েছি,এবং পরীক্ষার জন্য মাংসের অংশটি পাঠিয়েছি, পরীক্ষা শেষে তদন্ত করে নিশ্চিত করা যাবে,আসলে এটি কিসের মাংস। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই মাংসের অংশটি রান্না করার কারণে মানুষের বিশেষ অঙ্গের মতো দেখা গেলেও এটি মাংসেরই অংশ, তারপরও যেহুতো সরজমিনের মানুষজন এবিষয়টি নিয়ে সন্দেহে রয়েছে তাই আমরা এই মাংসের অংশটি পরীক্ষার জন্য পাঠিয়েছি, পরীক্ষার পরে আমরা সর্বশেষ আপডেট জানাতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat