এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন ও প্রতীক প্রাপ্তির পর সারা দেশে চলছে উৎসবের আমেজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর চন্দ্রা লাইট হাউস মোড়ে জেলা এনসিপির দলীয় কার্যালয়ে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হিফজুর রহমান বকুল, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুব শক্তি। আরো উপস্থিত ছিলেন, শাহ মোহাম্মদ খলিলুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী, জামালপুর জেলা এনসিপি; এড. আবু সাঈদ মোঃ শামীম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); মোঃ রকিবুল হাসান, আহ্বায়ক, জামালপুর জেলা যুব শক্তি; মোঃ শাহিদুর রহমান সম্রাট, সদস্য সচিব, জামালপুর জেলা যুব শক্তি; এবং আব্দুল্লাহ আল আবিদ সৌরভ, মুখ্য সংগঠক, জামালপুর জেলা যুব শক্তি।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক। এই সাফল্য সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং দেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করবে।
তাঁরা আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এনসিপি সবসময় জনগণের পাশে থাকবে। তরুণদের নেতৃত্বে এই দল আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত সবাই নবউদ্যমে শপথ নেন—
‘দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এনসিপিকে শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রূপ দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..