×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ২৪ বার পঠিত

গোপাল দাস হৃদয়,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দুলিয়া ভাষানী হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সিরাজদিখান থানার আয়োজনে এবং মুন্সীগঞ্জ জেলা গণধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-টঙ্গীবাড়ি সার্কেল) মো. আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পলাশপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিক এবং বাসাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবির হোসেন।

সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।

সিরাজদিখান থানার (ওসি) আবু বকর সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, অপরাধ দমন কেবল পুলিশের একার দায়িত্ব নয় এটি সামাজিক দায়বদ্ধতা। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সবাই যদি একসাথে দাঁড়াই, তাহলে সিরাজদিখানকে অপরাধমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। পুলিশের দরজা সবসময় জনগণের জন্য খোলা। যেকোনো অপরাধের খবর সঙ্গে সঙ্গে দিন, আমরা ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা পাবে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. আউয়াল মাদবর, মো. দীলবার হোসেন, হাজী মাসুদ, সিরাজুল ইসলাম শিমুল প্রমুখ। সভা শেষে অতিথি ও স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সিরাজদিখান গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat