×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ২৬ বার পঠিত
নিউজ ডেস্ক :

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হারে টাইগাররা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে স্বাগতিকরা।

তবে এর চেয়েও বড় দুঃসংবাদ এসেছে ইনজুরি থেকে। শেষ ম্যাচে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১১তম ওভারে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে মারাত্মক চোট পান উইকেটরক্ষক ব্যাটার সোহান। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে হয় তাকে স্ট্রেচারে করে। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এক্স-রে রিপোর্টে আঘাত গুরুতর ধরা পড়ে, যার পর তার পায়ে প্লাস্টার করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে সোহানকে। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।

অন্যদিকে, একাদশে ফিরে মাত্র দুই ওভার বোলিং করার পরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ইনজুরির কারণে আর বোলিং করতে পারেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, সোহান ও শরিফুল দুজনকেই আগামীকাল (২ নভেম্বর) ঢাকায় এমআরআই করানো হবে। বর্তমানে তারা বিসিবির তত্ত্বাবধানে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে শনিবার সকালে দল ঢাকায় ফিরে আসে। তবে ইনজুরির কারণে সোহান ও শরিফুল আলাদা ব্যবস্থায় সন্ধ্যায় ঢাকায় ফেরেন।

এর আগে, ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat