×
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ৯ বার পঠিত

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারি গ্রেপ্তার 

খন্দকার মোহাম্মদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

শনিবার (১ নভেম্বর) সকালে র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ জব্দ করা হয়। ৯৪.২৬০ কেজি ওজেনর শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ ইঞ্চি। বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ ইঞ্চি)। এ সময় এই শিবলিঙ্গ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat