চকরিয়ায় দুই সন্তানের জননী নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গৃহস্থালি আসবাবপত্র নিয়ে উধাও হয়েছেন—এমন অভিযোগ করেছেন স্বামী শেফায়াত হোছাইন নামের এক যুবক। এ ঘটনায় তিনি গত ২৯ অক্টোবর চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শেফায়াত হোছাইন (২৬) কাকারা ইউনিয়নের এসএমচর ২নং ওয়ার্ডের আব্দুর রহিমের পুত্র। প্রায় সাড়ে পাঁচ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারপাড়ার মৃত নুরুল কবিরের মেয়ে তাসমিন জন্নাত (২২)-এর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে (৩) ও এক মেয়ে (৪ বছর ৬ মাস) রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর প্রথমদিকে দাম্পত্য জীবন সুখে কাটলেও পরবর্তীতে স্ত্রীর অনিয়মিত আচরণ ও পারিবারিক অশান্তির কারণে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরে স্থানীয় সালিশে সমঝোতার মাধ্যমে সংসার পুনরায় শুরু হলেও কিছুদিন পর আবারও বিরোধ দেখা দেয়।
বাদীর দাবি, গত ২৯ অক্টোবর ভোর ৫টার দিকে তিনি কর্মস্থলে অবস্থানকালে স্ত্রী তাসমিন জন্নাত তার বসতঘর থেকে নগদ ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা), একটি বিদেশি কম্বল, ও গৃহস্থালি আসবাবপত্র ও ক্রোকারিজ সামগ্রী (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) নিয়ে তিন বছর বয়সী পুত্র শাহাদত হোসেন তাহমিদকে সঙ্গে নিয়ে পালিয়ে যান।
ঘটনা টের পেয়ে শেফায়াতের পিতা-মাতা তাকে বিষয়টি অবগত করলে তিনি বাড়ি ফিরে বিস্তারিত জানতে পারেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীনি অতীতে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে অশোভন আচরণ এবং মিথ্যা নারী নির্যাতন মামলার হুমকি দিতেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”