মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে পাঁচ শিশুর মধ্যে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফয়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। নিহতরা কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও নরিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি বুজতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তিন শিশুর মরদেহ উদ্ধার করা গেলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নিখোঁজ থাকা আরও দুই শিশুর সন্ধান মেলেনি। ডুবুরি দল বাকী ২জন উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে বলে জানান তারা।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে আসছে,