স্টাফ রিপোর্টারঃ
জনি হোসেন, (নীলফামারী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী সদর উপজেলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মাদ আলী নূরানী। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর নবী সরকার শামীম, সাবেক ছাত্র নেতা কৃষিবিদ মোক্তার আলী সরকার মিথুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম,পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্দিকী ও পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রশিদসহ সহ আরও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।