×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ২৯ বার পঠিত
ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি ;


গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভিতরে গ্যাসের লাইনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার পাশ্বে খাঁপাড়া স্কুলের সামনে একটি ড্রেনের নিচে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে এখনো আগুন জ্বলতে দেখা গেছে, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুন বের হতে থাকে। মুহূর্তেই চারপাশের দোকানপাটের মানুষ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে ড্রেনের ভেতরে থাকা গ্যাস পাইপলাইন ফুটো থাকায় গ্যাস অফিসের লোকজন কাজ করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান,
“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। দ্রুত সময়ে মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। এবং গ্যাস অফিসের লোকজন এসে ড্রেনের ভিতরে লাইনের কাজ করছেন।

এদিকে বিস্ফোরণের শব্দ ও আগুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, এলাকায় পুরনো গ্যাস লাইনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশও মোতায়েন রয়েছে। তারা এলাকাটি ঘিরে রাখে এবং লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat