জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
জকিগঞ্জে দীর্ঘদিন ধরে এক দিনমজুরের বৈদ্যুতিক মিটার থেকে জোরপূর্বক পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামে।
স্থানীয় ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার মঙ্গলপুর গ্রামের তাজ উদ্দিন নামে এক ব্যক্তি জিয়াপুর গ্রামে নতুন একটি বাড়ি নির্মাণ করছেন। তিনি ঘরের কাজে বিদ্যুৎ ব্যহারের জন্য প্রায় চার-পাঁচ'শ ফুট দূর থেকে নিম্নমানের 'এলুমিনিয়াম' ওয়্যার দিয়ে জিয়াউর রহমানের (হিসাব নং ৭৫২-১৫৫১) মিটার থেকে পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। পল্লী বিদ্যুৎ অফিসের সেবা প্রদানের মাধ্যমে একটি নিয়ম রয়েছে আবেদনের মাধ্যমে গ্রাহক ঘর-বাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্মাণ মিটার ব্যবহারের। কিন্তু তাজ উদ্দিন পল্লী বিদ্যুৎ অফিসে কোন আবেদন না করে ওই মিটার থেকে বিদ্যুৎ নিয়ে ব্যবহার করছিলেন। এমনকি তাঁর বাড়ির পাশে একটি বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও চার-পাঁচ'শ ফুট দূর থেকে ঝুঁকিপূর্ণভাবে অবস্থায় তিনি বিদ্যুৎ লাইনটি টেনে ন। বিদ্যুতের লাইনটি ছিলো গ্রামীন একটি ফাঁকা রাস্তার পাশে কৃষি ক্ষেতের জমির ৪'-৫' ফুট উপর দিয়ে। প্রতিদিন এসব কৃষি ক্ষেতে কৃষকরা শতশত গরু-মহিষ চরাতে নিয়ে আসেন। বিদ্যুৎ লাইনটি অপসারণ করা না হলে বড় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে তাজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি। মিটার মালিক জিয়াউর রহমানের স্ত্রী বলেন, তাজ উদ্দিন আমাদের দূর সম্পর্কে আত্মীয়। আমার স্বামী জিয়াউর রহমান একজন দিনমজুর নিরীহ মানুষ তাই তিনি জোরপূর্বক আমাদের মিটারে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। আমরা ভয়ে তাকে কিছু বলিনি।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল অফিসের পওয়ার কো-অর্ডিনেটর হাবিবুর রহমান বলেন, পার্শ্ববর্তী একটি বাড়িতে বিদ্যুতের মিটার থাকা সত্ত্বেও ৪ থেকে সাড়ে ৪শ ফুট দূরের একটি নিরীহ পরিবারের মিটার থেকে জোরপূর্বক বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন তাজ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিজিএম স্যারকে অবগত করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনটির ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ যেকোনো মুহূর্তে দুর্ঘটনার দুর্ঘটনা ঘটে যেত।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোতাছিম বিল্লাহ বলেন, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সকলের সচেতন থাকা অবশ্যই জরুরি। এভাবে নিম্নমানের ওয়্যার দিয়ে পার্শ্ব সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা ঠিক হয়নি। ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন হলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিতে পারেন। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বা ঝুঁকিপূর্ণ লাইন দেখলেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরো
এ জাতীয় আরো খবর..