×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ১৮২ বার পঠিত
আবু হাসান আপন নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ আজ সকাল ১০ ঘটিকায় অত্র কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নবীনগর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ কে এম রেজাউল করিম এর সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক আল ইফতে ইয়াছিন এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য দেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসান পারভেজ, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহসীন হাবিব সহ অত্র কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, নবীনগর সরকারি কলেজ থেকে ২৩-২৪ সেশনে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসসি বিভাগের তৌহিদুর ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের নাফিজা সিদ্দিকা ফাইজা, মানিকগঞ্জ মেডিকেল কলেজের ফারজানা আক্তার তাজিম'কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও কলেজ এর অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকগণ কলেজের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করলে তিনি তাঁদের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat