×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৭ বার পঠিত
মো: রিয়াজ, জেলা প্রতিনিধি, শেরপুর :


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল থেকে শুরু হয়েছে টানা মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলো শক্তি সঞ্চয় করে স্থানীয়ভাবে ঘন মেঘমালা তৈরি করে। এর ফলে কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হয়।

এ সময়ে দেশে মূলত আমন ধানসহ শীতকালীন ফসলের চাষাবাদ হয়ে থাকে। কৃষকরা বলছেন, শুক্রবার বিকাল থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে একটানা বৃষ্টি হয়েছে, যা ফসলের ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।

কৃষিবিদদের মতে, নভেম্বর-ডিসেম্বর বা জানুয়ারির দিকে সাধারণত বৃষ্টিপাত কম থাকে। তাই এই সময়ে অল্প বৃষ্টি ফসলের ক্ষতি না করলেও টানা ভারী বৃষ্টি হলে ক্ষতির মাত্রা বেড়ে যায়।

তারা আরও জানান, সোমবার থেকে যদি আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠে, তাহলে কৃষকরা কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তবে টানা দুই-তিন দিন বা তার বেশি সময় বৃষ্টি হলে তা ধানসহ অন্যান্য শীতকালীন ফসলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে বৃষ্টিপাত হলে মাটির নিচে জন্মানো ফসল যেমন— আলু, পিঁয়াজ, রসুন, আদা ও হলুদের উৎপাদন কমে যায়। অতিরিক্ত আর্দ্রতায় মাটিতে পচন ধরে এবং ফসল নষ্ট হয়।

তবে এ বৃষ্টি শীতের পোশাক উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। কয়েকদিনের উষ্ণ আবহাওয়ায় বিক্রি কমে গেলেও টানা বৃষ্টির পর আবার শীত ফিরে আসবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এতে শীতের পোশাকের বাজার আবার চাঙা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat