জাহিদ হাসান টিপু ,শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মিঠুন ঢালীর বিরুদ্ধে। এ বিষয়ে ওসি নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন।
থানা সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিঠুন ঢালী জাজিরা থানা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে নিয়ে গোপন বৈঠক করেন। পরদিন ২৯ সেপ্টেম্বর তারা বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিল করে এলাকায় প্রদর্শনীর আয়োজন করে।
এ ঘটনায় পুলিশের অভিযানে কুণ্ডেরচর ইউনিয়নের ফিরোজ খা’র বাড়িতে অবস্থানরত নেতাকর্মীরা পালিয়ে যায়। পরবর্তীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত ২ সেপ্টেম্বর জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়, যেখানে মিঠুন ঢালী ২নং আসামী।
এই মামলার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত ৩ অক্টোবর (শুক্রবার) দুপুরে মিঠুন ঢালী একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম এবং সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও আওয়ামী কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিঠুন ঢালী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা বিষয়টি নজরে রেখেছি। ফোনে হুমকির ঘটনাটি নিয়ে জিডি করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।