×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ১৭ বার পঠিত
  • আসামীদের হেফাজত থেকে ৮১ সিম ও ৯টি মোবাইল উদ্ধার |

    ফেনী প্রতিনিধিঃ

    'বৈষম্য বিরোধী মামলা থেকে অব্যাহতি' ও সরকারি চাকরি পাওয়ার আশ্বাস দেখিয়ে 'ওসি ডিবি ফেনী' নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- মো. জয়নাল (৪০), মো. ইমরান (২৬), আরিফুল ইসলাম আরমান (১৮) ও মাহাবুবুর রহমান (৫৬)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৯টি মোবাইল ফোন ও ৮১টি সিমকার্ড জব্দ করা হয়।

    পুলিশ জানায়, একটি সংগঠিত চক্র ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরার ছবি, নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে 'ওসি ডিবি ফেনী' নামে একটি ভুয়া একাউন্ট তৈরি করে। এরপর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মামলা 'মিটিয়ে ফেলার', সরকারি চাকরি পাইয়ে দেওয়ার, এমনকি কারাগার থেকে ছাড়িয়ে আনার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিত। চক্রটি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের সময় নিজেদের পরিচয় গোপন রাখতে বিভিন্ন সিমকার্ড পরিবর্তন করত।

    এ ঘটনায় ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা নিজেই বাদী হয়ে ২'রা নভেম্বর ফেনী মডেল থানায় মামলা (নং-৬) দায়ের করেন। মামলাটি দায়ের হয়েছে বাংলাদেশ দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪২০/৩৪ ধারা এবং সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ-২০২৫ এর ২২ ধারায়।

    ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় গত রোববার চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের ইউনিফর্মধারী কর্মকর্তাদের ছবি, ইউনিয়ন চেয়ারম্যানদের ফোন নম্বরের তালিকা, টাকার লেনদেন সংক্রান্ত তথ্য এবং প্রতারণার একাধিক আলামত পাওয়া গেছে।

    পুলিশ আরো জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাইবার প্রতারণায় জড়িত ছিল এবং তারা বৃহত্তর একটি প্রতারক নেটওয়ার্কের অংশ। পুলিশের ধারণা, চক্রটির আরও সদস্য বিভিন্ন জেলা ও সীমান্ত অঞ্চলে সক্রিয় রয়েছে।

    ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন,"আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণা একটি গুরুতর অপরাধ। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কেউ কোনো অর্থ লেনদেন বা অনুরোধ পেলে যাচাই করে নিশ্চিত হতে হবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat