এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে ৭ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাত হাজার কৃষককে সরিষা ও সার এবং বাকী পাঁচশত কৃষকে গম ্পেঁয়াজ, ভূট্রাসহ অন্যায় সুবিধা দেওয়া হবে।প্রতঢ়েক কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজও এমওপি সার, ১০ কেজি ডিএপি পাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে এই প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন,“ ধান চাষের বিরতির সময়ে সবজি ও সরিষা চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করতে পারবেন এবং অতিরিক্ত পণ্য বিক্রি করে বাড়তি আয় করতে পারবেন।”
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক। তিনি বলেন,“কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা স্বাবলম্বী হয়ে উঠছেন। এই সহায়তা অব্যাহত থাকবে।”সভা শেষে স্থানীয় কয়েকজন কৃষক উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি এবং কৃষি কর্মকর্তা এমদাদুল হক-এর প্রশংসা করে বলেন,“ তাদের সহযোগিতায় আমরা লাভবান হচ্ছি এবং পরিবারের স্বচ্ছলতা ফিরে পাচ্ছি। যেকোনো কৃষি সমস্যায় আমরা তাদের সহায়তা পাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার পারভেজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহ আলম, উপসহকারী কৃষি অফিসার মাসুদুল হক ও খায়রুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রান্তিক কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।